হোম > সারা দেশ > ঢাকা

পরিবহনশ্রমিকদের পাশে সাংসদ মাশরাফি বিন মুর্তজা

প্রতিনিধি, নড়াইল সদর (নড়াইল)

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যানবাহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক শ্রমিককে খাদ্যসহায়তা দিয়েছেন তিনি। 

শনিবার নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়। খাদ্যসহায়তার মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি করে সাবান। 

জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেক আহম্মেদ খান জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শ্রমিকেরা বেকার বসে অসহায় জীবন যাপন করছেন। অনেকেই পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। সেই মুহূর্তে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার দেওয়া খাদ্যসহায়তা কিছুটা হলেও উপকারে আসবে। তবে শ্রমিকদের জন্য আরও খাদ্যসহায়তা ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আশা করি শ্রমিকদের সহযোগিতায় সরকার এগিয়ে আসবে। 

মাশরাফির পক্ষে খাদ্যসহায়তা বিতরণ করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন