হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, মা-ছেলে দগ্ধ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাঁদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকেরা। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)। 

দগ্ধ আম্বিয়ার মেয়েজামাই নূর আলম জানান, নবীনগর হাউজিংয়ের বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসাবাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন। 

নূর আলম আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাঁরা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন, তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তাঁর শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তাঁর হাতও দগ্ধ হয়। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন