হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, মা-ছেলে দগ্ধ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাঁদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকেরা। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)। 

দগ্ধ আম্বিয়ার মেয়েজামাই নূর আলম জানান, নবীনগর হাউজিংয়ের বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসাবাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন। 

নূর আলম আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাঁরা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন, তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তাঁর শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তাঁর হাতও দগ্ধ হয়। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট