হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, মা-ছেলে দগ্ধ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাঁদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকেরা। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)। 

দগ্ধ আম্বিয়ার মেয়েজামাই নূর আলম জানান, নবীনগর হাউজিংয়ের বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসাবাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন। 

নূর আলম আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাঁরা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন, তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তাঁর শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তাঁর হাতও দগ্ধ হয়। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি