হোম > সারা দেশ > রাজবাড়ী

গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিসহ দুজন। গতকাল রোববার রাতে উপজেলার নবাবপুরের হোগলাডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁদেরকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

গণপিটুনির শিকার দুই ব্যক্তি হলেন, বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমী গ্রামের সাইফুল শেখ রিপন (৩০) ও ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের খোকন শেখ (৩৮)। 

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিবুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল রাতেই আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। তাঁদের মধ্যে রিপন ২০১৮ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। চুরির অপরাধে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ 

গরু চুরির ঘটনার বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুল হাসান বলেন, ‘এলাকার একটি বাড়িতে গরু চুরি করতে ঢুকলে দুজনকেই ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে তাঁদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। এক সপ্তাহ আগে নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রাম থেকে দুটি গরু চুরি হয়।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’