বিএনপির গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় শামছুর রহমান শিমুল বিশ্বাস, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও খন্দকার আবু আশফাকসহ ৬০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ সবাইকে ৬ সপ্তাহের জামিন দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে পল্টন থানার ৪ মামলায়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পল্টন থানার ৬টি, রমনা থানার ৩টি, মতিঝিল থানার ২টি এবং ওয়ারি থানার এক মামলায় জামিন দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ৬০ জনকে দোহার থানার ৩টি, নবাবগঞ্জ থানার ১টি ও গুলশান থানার ২ মামলায় আগাম জামিন দেওয়া হয়।
শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আবু আশফাকসহ অন্যদের পক্ষে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।