হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্যবিধি মানতে পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে জারি করা বিধিনিষেধের প্রথম দিন আজ বৃহস্পতিবার রাজধানীতে ঢিলেঢালা বাস্তবায়ন হতে দেখা গেছে। 

বিধিনিষেধে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকের মুখেই ছিল না সংক্রমণ রোধের উপকরণটি। এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করতে দেখা যায় পুলিশ সদস্যদের। 

স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইলকোর্ট পরিচালনার কথা বলা হয়েছিল, তবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম দেখা যায়নি। দুপুরের পর শাহবাগ এলাকায় ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন। 

ঢাকা মহানগর পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম দিন সফট অ্যাপ্রোচের (নমনীয় অবস্থান) মাধ্যমে বিধিনিষেধ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তাতে কাজ না হলে আইন প্রয়োগ করা হবে। 

সকাল থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, মগবাজার, শাহবাগ, সেগুনবাগিচা এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ গত কয়েক দিনের তুলনায় বেশি মাস্ক পরেছে, তবে মাস্ক না পরে চলাচলকারীর সংখ্যাও অনেক। 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রতিটি থানায় নিয়মিত ডিউটির পাশাপাশি একটি করে টিম স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে। তাদের সঙ্গে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। 

সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচা এলাকায় হ্যান্ডমাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানাতে দেখা যায়। যারা মাস্ক ছাড়া চলাচল করছে, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন পুলিশ সদস্যরা। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ আরেক পুলিশ সদস্যকে নিয়ে হেঁটে হেঁটে মাইকিং করছিলেন। তিনি বলেন, ‘সবাই যাতে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে তা বাস্তবায়নে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করছি।’ 

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, বাজার বা শপিং মলে সবাই যাতে মাস্ক পরে, তা নিশ্চিতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছ। আগত ক্রেতাদের সচেতন করার পাশাপাশি মার্কেট কমিটি যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা থানায় আগত সবাইকে মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিসটেনস (শারীরিক দূরত্ব) মেনে চলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘আমাদের প্রতিটি থানাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত ডিউটির পাশাপাশি একটি টিম থানা এরিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে টহল দিচ্ছে।’ 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস