হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ৯৯ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৯৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৭৪ জন এবং বাইরে ২৫ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৬০ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৪০ জন এবং বাইরে ছিলেন ২০ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০১ জন ডেঙ্গু রোগী। আগেরদিন ছিলেন ২৭৬ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২৭ জন এবং বাইরে ৭৪ জন। আগের দিন ঢাকায় ভর্তি ২১২ জন এবং বাইরে ছিলেন ৬৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৬ দিনে এক হাজার ২১৬ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। আর জুনে মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে মোট মারা গেলেন আটজন ডেঙ্গু রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২৬ জুলাই) পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন ২ হাজার ৩০৫ জন। তাঁদের মধ্যে রাজধানীতে ভর্তি হন ১ হাজার ৯৯৬ জন এবং বাইরে ৩৫৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ৭২১ জন এবং বাইরে ২৭৫ জন। 

ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮ জনের। তাঁদের মধ্যে চলতি মাসে ৭ জন ও গত মাসে একজন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার সম্প্রতি আজকের পত্রিকাকে জানান, ঈদের ছুটিতে ডেঙ্গুর জীবাণু নিয়ে অনেকেই গ্রামের বাড়ি বেড়াতে যান। এতে সেসব এলাকায় ডেঙ্গু রোগী বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এভাবে সারা দেশে ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত