হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তার আহাদ আলী ওরফে পানি আহাদ ও মো. ইকবাল হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থকে হত্যার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা-পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারেরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন (৫৭)।

কদমতলী থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গত ৮ নভেম্বর মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গ্রেপ্তার আহাদ আলী ও ইকবাল হোসেন এই হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২