হোম > সারা দেশ > ঢাকা

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে অস্ত্র হাতে এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারার জোয়ার সাহারা এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে গিয়ে একদল মানুষ ফাঁকা গুলি ছুড়ে গালিগালাজ করেছে। গত সোমবার (৩১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘটনার বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘জোয়ার সাহারা এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সোমবার ঈদের দিন মধ্যরাতে ঘটনাটি ঘটে। একটি পক্ষের কয়েকজন মিলে আরেক পক্ষের বাড়ির সামনে এয়ারগানসহ গিয়ে চিৎকার-চেঁচামেচি করেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।’

এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে ওসি মাজহারুল বলেন, এয়ারগান উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে দুপুরে বাংলাদেশ পুলিশের এক ফেসবুক পোস্টে ‘অপরাধী’ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, ‘ভাটারা থানার জোয়ার সাহারা খাঁপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে রুবেল (৩৫), পাভেল (২৮), সুনামসহ (২৮) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বেআইনি জনতাবদ্ধে একটি প্রাইভেট কারে মো. রাশেদুজ্জামান রাজুর (৩৭) বাসার সামনে এসে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং দুটি ফাঁকা গুলি ছোড়ে।’

পোস্টে আরও বলা হয়, ‘অভিযুক্তরা বাসার ভেতরে প্রবেশের চেষ্টাসহ গেটে লাথি মারে এবং গেটে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। রাজু ও তাঁর পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট