হোম > সারা দেশ > ঢাকা

ঘরে গ্রাম থেকে বেড়াতে আসা ‘দাদা’র মরদেহ, পলাতক দম্পতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি ঘর থেকে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের মালিকানাধীন টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার রাতে ওই কক্ষে ভাড়া থাকা দম্পতির ‘দাদা’ পরিচয়ে সেখানে আসেন ওই অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনার পর থেকে ওই দম্পতি পলাতক রয়েছে। 

বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান, বাড়ির একটি কক্ষে সবুজ ও জেসমিন নামে এক দম্পতি গত পাঁচ মাস ধরে বসবাস করে আসছিলো। গত রাতে জেসমিনের ‘দাদা’ পরিচয়ে এক ব্যক্তি গ্রাম থেকে বেড়াতে আসেন। পরে আজ সারা দিন তাদের ঘর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এমনকি বাইরের যৌথ রান্না ঘরে সারা দিন তাদের কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। পরে কক্ষের কাছে গিয়ে দেখা যায় দরজা তালা দেওয়া। দুই মাসের ঘর ভাড়া বকেয়া ছিল বলে প্রথমে সবাই ভেবেছিল ভাড়া না দিয়ে হয়তো পালিয়েছে তারা। কিন্তু তালা ভেঙ্গে ঘরের মেঝেতে গলায় গামছা পেছানো অবস্থায় ওই ‘দাদা’ পরিচয় দেওয়া ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। পরে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়।

রাজিদা বেগম নামে এক প্রতিবেশী জানান, গতকাল (শনিবার) গভীর রাত পর্যন্ত তাদের ঘরে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজছিলো। 

পলাতক দম্পতি সুবজ ও জেসমিন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। তবে পরিচয় সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সবুজ রাজমিস্ত্রীর কাজ করতো ও জেসমিন গৃহিনী।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে দম্পতি। তবে নিহতের পরিচয় পাওয়া গেলে জানা যাবে তারা আসলেই আত্নীয় কি না; হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির