হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর এলাকায় মহাসড়ক-ফুটপাতের ৭০ দোকানপাট উচ্ছেদ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিমানবন্দর মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৭০টি দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। বিমানবন্দর গোলচত্বর এলাকায় আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এতে সহযোগিতা করেন উত্তরা বিভাগের পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের যানজন নিরসন, পকেটমার, ছিনতাইকারী প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬০ থেকে ৭০টি বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ডিসি মহিদুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। কেউ যদি অবৈধভাবে দোকানপাট বসানোর চেষ্টা করে, তাহলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিসি মহিদুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দোকানদারদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। কাউকে আটক বা জরিমানা করা হয়নি। পরে এর ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ