হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর এলাকায় মহাসড়ক-ফুটপাতের ৭০ দোকানপাট উচ্ছেদ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিমানবন্দর মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৭০টি দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। বিমানবন্দর গোলচত্বর এলাকায় আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এতে সহযোগিতা করেন উত্তরা বিভাগের পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের যানজন নিরসন, পকেটমার, ছিনতাইকারী প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬০ থেকে ৭০টি বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ডিসি মহিদুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। কেউ যদি অবৈধভাবে দোকানপাট বসানোর চেষ্টা করে, তাহলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিসি মহিদুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দোকানদারদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। কাউকে আটক বা জরিমানা করা হয়নি। পরে এর ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে