হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর এলাকায় মহাসড়ক-ফুটপাতের ৭০ দোকানপাট উচ্ছেদ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিমানবন্দর মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৭০টি দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। বিমানবন্দর গোলচত্বর এলাকায় আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এতে সহযোগিতা করেন উত্তরা বিভাগের পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের যানজন নিরসন, পকেটমার, ছিনতাইকারী প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬০ থেকে ৭০টি বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ডিসি মহিদুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। কেউ যদি অবৈধভাবে দোকানপাট বসানোর চেষ্টা করে, তাহলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিসি মহিদুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দোকানদারদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। কাউকে আটক বা জরিমানা করা হয়নি। পরে এর ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব