হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর এলাকায় মহাসড়ক-ফুটপাতের ৭০ দোকানপাট উচ্ছেদ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিমানবন্দর মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৭০টি দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। বিমানবন্দর গোলচত্বর এলাকায় আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এতে সহযোগিতা করেন উত্তরা বিভাগের পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের যানজন নিরসন, পকেটমার, ছিনতাইকারী প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬০ থেকে ৭০টি বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ডিসি মহিদুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। কেউ যদি অবৈধভাবে দোকানপাট বসানোর চেষ্টা করে, তাহলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিসি মহিদুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দোকানদারদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। কাউকে আটক বা জরিমানা করা হয়নি। পরে এর ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন