হোম > সারা দেশ > ঢাকা

ক্রেন দুর্ঘটনা: ২২ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে এক পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।

আজ ভোর ৫টায় এই ঘটনায় আহত রিয়া আক্তারের মামা মোহাম্মদ আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

মামলায় ক্রেন চালক, ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির (চায়না) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নির্মাণাধীন কাজের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আসামি করা হয়। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে বাদী উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ভাই মনির হোসেনের একটি ফোন কল পান। ফোনে জানতে পারেন তাঁর বোনকে বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে উত্তরা জসিমউদ্দিন প্যারাডাইস টাওয়ারের সামনে আসেন। এসে দেখতে পান তাঁর ভাগনি রিয়া এবং ভাগনি জামাই রেজাউল করিম হৃদয়কে গাড়ি থেকে লোকজন টেনে বের করেছে। বাকিরা গাড়ির মধ্যে চাপা পড়ে আছে। গাড়ির ওপরে ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে আছে। উপস্থিত লোকজনের কাছে তিনি পারেন ক্রেনের মাধ্যমে ওপরে ওঠানোর সময় তা কাত হয়ে নিচে পড়ে যায়। বোন ও আত্মীয়-স্বজনকে বহন করা গাড়ির ওপর এসে পড়ে গার্ডার। এতে গাড়িটি চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা আইয়ুব হোসেন রুবেল, ফাহিমা আক্তার, ঝর্ণা আক্তার, জান্নাতুল ও জাকারিয়া মারা যায়।

ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই দুই বোন, দুই ভাগনে-ভাগনি, ভাগনি জামাইয়ের বাবার মৃত্যু হয়েছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ