হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে তরুণীকে নিপীড়ন: আসকের তীব্র নিন্দা ও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিকশায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণী নিপীড়নের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কম সময়ের মধ্যে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। 

বিবৃতিতে আসক জানায়, ওই তরুণীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস অনুযায়ী, ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে নীলক্ষেত দিয়ে রিকশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এলে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ খামচে ধরে তাঁর জামা ছিঁড়ে ফেলে; এরপর গালাগাল করতে করতে চলে যায়। তিনি চিৎকার করলেও সে সময় তাঁর সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি। 

আসক গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে জনপদে প্রায়শই নারীরা নানা ধরনের যৌন হয়রানি ও নিপীড়নরে শিকার হচ্ছেন, যা নারীর মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী নারীদের সঙ্গে নিয়মিত এমন অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটা প্রমাণ করে যে, নারীর প্রতি সম্মানবোধ তৈরি এবং তাঁর ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি।

আসক বলছে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুততার সঙ্গে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে নারীর চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা। 

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ