বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদন শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এ ছাড়া আদালত অঙ্গনে মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। গত ২৯ আগস্ট ওই আবেদন করেন আইনজীবী মোহাম্মদ নাজমুল হুদা।
সাত আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
এদিকে ওই সাত জনের সঙ্গে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে বিএনপিপন্থী ও সমমনা ১৯৫ জন আইনজীবী বুধবার আপিল বিভাগে পৃথক আবেদন করেছিলেন। আজ বৃহস্পতিবার তাদের আবেদন চেম্বার আদালতের কার্যতালিকায় ছিল। তবে তা শুনানি হয়নি। এ বিষয়ে কামরুল ইসলাম সজল বলেন, এই মামলায় বিবাদী হিসেবে আরও দুই শতাধিক আইনজীবী পক্ষভুক্ত হতে চান। তাই সময় চাওয়া হয়েছে।