হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ২ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকার দুই যাত্রী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোকারচর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ যাত্রীরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে মুক্তার আলী (৩২) ও টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গারচিড়া গ্রামের মৃত আ. রহমান প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন। 

নৌ পুলিশের টাঙ্গাইল আঞ্চলিক পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন। 

যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, গতরাতে জোকারচর খেয়াঘাটে নৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সব যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার নদীতে ডুবে যায়। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করছে। 

এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। চালক মাসুম গাজী ও সহকারী রাশেদুল ইসলামকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে