হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার পতনে শাহবাগে গণ সেজদা ও দ্রোহের গান

ঢাবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণ সেজদা ও দ্রোহের গান কর্মসূচি করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। 

আজ শুক্রবার বিকেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। সেগুলোর মধ্যে—ধনধান্য পুষ্প ভরা; কারার ঐ লৌহ কবাট; চল চল চল; মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম ইত্যাদি। উপস্থিত ছাত্র-জনতা দুটি করে সেজদা আদায় করে শেখ হাসিনার পতনে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন। 

উপস্থিত ছাত্রজনতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, দেশাত্মবোধক গান, বাওয়ালিসহ বিভিন্ন ধরনের গানের আয়োজন করে।

কবি ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘আমরা ইনসাফের সামনে খুনিকে দাঁড় করাব। আর কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার বিচার করব।’ এই কর্মসূচিকে অভিনব উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান শিবলী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আহমাদ আতাউল্লাহ সালমান বলেন, ‘আধিপত্যের চাপ আমরা এত দিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনো দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাব-এর মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।’ 

এখন শাহবাগে মুসলিমরা নামাজ পড়তে পারবে, হিন্দুরা পূজা করতে পারবে। কোনো বাধা আর শাহবাগে নেই বলে উল্লেখ করেন সালমান।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির