রাজধানীর ডেমরায় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের পাঁচটি ইউনিট। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ডেমরার ধার্মিকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ভলভো বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে লন্ডন এক্সপ্রেসের ১২টিসহ মোট ১৪ টি বাসে আগুন লেগেছিল।
তবে কীভানে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। এই ঘটনার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ’ধার্মিকপাড়ার এই অংশটুকু যাত্রাবাড়ী থানাধীন। আমরা কিছু বলতে পারছি না।’ যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘আমরা আপাতত কিছু বলতে পারছি না। ফায়ার সার্ভিস কিছু জানালে বলতে পারব।’