হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

বাসার বাথরুমে তানভীরুল ইসলাম সৈকত (১০) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দুপুর পৌনে ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে হাজারীবাগ গজমহল রোডের বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত সৈকত রায়েরবাজার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

নিহত সৈকতের বড় ভাই কাউসার পারভেজ সাগর বলেছেন, তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। বর্তমানে হাজারীবাগ গজমহল এলাকায় ভাড়া থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সৈকত। 

সাগর আরও বলেন, ‘দুপুরে সবাই বাসায় ছিল। এ সময় বাথরুমে গোসল করতে যায় সৈকত। অনেক সময় পার হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’ 

তবে কী কারণে সৈকত গলায় ফাঁস দিতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির