হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

বাসার বাথরুমে তানভীরুল ইসলাম সৈকত (১০) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দুপুর পৌনে ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে হাজারীবাগ গজমহল রোডের বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত সৈকত রায়েরবাজার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

নিহত সৈকতের বড় ভাই কাউসার পারভেজ সাগর বলেছেন, তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। বর্তমানে হাজারীবাগ গজমহল এলাকায় ভাড়া থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সৈকত। 

সাগর আরও বলেন, ‘দুপুরে সবাই বাসায় ছিল। এ সময় বাথরুমে গোসল করতে যায় সৈকত। অনেক সময় পার হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’ 

তবে কী কারণে সৈকত গলায় ফাঁস দিতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট