ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি। কোনো ব্যক্তির সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা।
আজ রোববার ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বা কখনো তাঁর নিকটাত্মীয়, বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে কিছু লোক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানা রকম হুমকি-ধমকি ও অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত রয়েছে।
বিষয়টি ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমানের দপ্তরে জানানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্যও অনুরোধ করা হয়েছে।