হোম > সারা দেশ > ঢাকা

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে আল নাহিয়ানের ব্যতিক্রমী আয়োজন

ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্রাইট স্কিলসের সঙ্গে সংযুক্ত হয়ে অনলাইনে ‘শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা’ শিরোনামে পাঠদান কার্যক্রমে মেন্টর হিসেবে যুক্ত হলেন লেখক, নির্মাতা ও উপস্থাপক আল নাহিয়ান। সম্প্রতি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘মিট দ্য মেন্টর’ অনুষ্ঠানে মেন্টর হিসেবে তাঁর অভিষেক হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রেডিও ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ আর.জে নীরব। তিনি বলেন, ‘আল নাহিয়ানকে দীর্ঘদিন ধরে নানাভাবে জনসম্মুখে আসতে দেখেছি। এর আগে শুনেছি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে ক্লাস নেন। তবে অনলাইনে রেকর্ডেড ক্লাস করানোর পর শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ একটি পূর্ণাঙ্গ কোর্সের মেন্টর হিসেবে এই প্রথমবার তাঁর অভিষেক হল। এভাবে তাঁকে দেখে আমি খুবই আনন্দিত।’

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আসিফুজ্জামান খন্দকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ব্রাইট স্কিকসের নির্বাহী পরিচালক আনোয়ার সাদাত কবির, রেডিও উপস্থাপক আর.জে সামুদ্রী, আর.জে খান প্রমুখ।  

এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে আল নাহিয়ান বলেন, ‘আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল। এ অধ্যায়ের অভিজ্ঞতা অর্জন করে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি। এ আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে খুব সহজে নিজের মাতৃভাষায় শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করতে পারবে। এতে আমার শ্রম ও প্রচেষ্টার যাবতীয় সার্থকতা ও সাফল্য আসবে বলে আমি মনে করি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন