হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

গাজীপুরের গোলরক্ষক মাহফুজের দক্ষতার কারণে টাঙ্গাইল জেলার আক্রমণ ব্যর্থ হয়। খেলার ৩৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল হজম করল টাঙ্গাইল। মাঠে টাঙ্গাইলের পরাজয় দেখলো প্রায় ১০ হাজার দর্শক। 

আজ শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে বিকেলে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হয়। এতে গাজীপুর জেলা ফুটবল দলের কাছে (১-০) গোলে পরাজিত হয় টাঙ্গাইল জেলা ফুটবল দল। শুরুতে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১১টি জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেনসহ ১২টি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ। 

টুর্নামেন্টে ঢাকা বিভাগের ১২টি জেলা ‘যমুনা’ও ‘পদ্মা’ ২টি গ্রপে বিভক্ত হয়ে গোল্ডকাপ চ্যাম্পিনশীপে অংশগ্রহণ করছে। কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ‘যমুনা’ গ্রপের জেলা ফুটবল দলগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা ফুটবল দল। শরিয়তপুর স্টেডিয়ামে ‘পদ্মা’ গ্রপের দলগুলো হচ্ছে নারায়াণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরিয়তপুর জেলা ফুটবল দল। 

যমুনা ও পদ্মা গ্রুপ থেকে গ্রুপ ফাইনাল খেলে বিজয়ী দুটি জেলা শরিয়তপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নের জন্য ফাইনাল খেলায় মুখোমুখি হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট