হোম > সারা দেশ > মাদারীপুর

নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগেই বাংলাবাজার-শিমুলিয়াতে লঞ্চ চলাচল বন্ধ

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের নির্দেশনা থাকলেও এক ঘণ্টা আগে বেলা ১১টা থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ এনে শিমুলিয়া প্রান্তে জরিমানা করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিক সমিতি। দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা থাকলেও এক ঘণ্টা আগে আজ বেলা ১১টা তেই লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতি। 

লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, শিবচরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো শিমুলিয়াতে ভেড়ানোর পড়েই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ এসে কর্তৃপক্ষ ৫ হাজার টাকা করে জরিমানা করছে। এতে ক্ষুব্ধ হয়ে লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

এদিকে হঠাৎ করে লঞ্চ বন্ধ করে দেওয়ায় ঘাটে শত শত যাত্রী অপেক্ষা করছে। 

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, 'বাংলাবাজার ঘাট থেকে প্রশাসনের উপস্থিতিতেই গুনে গুনে যাত্রী তোলা হয় লঞ্চে। ঘাটে হাজার হাজার যাত্রীর চাপ। এর মধ্যেও লঞ্চগুলো ধারণ ক্ষমতার কম যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে। অথচ শিমুলিয়া পাড়ে যাওয়ার পর জরিমানা করা হচ্ছে লঞ্চগুলোকে। এ কারণে লঞ্চ মালিকেরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয়। ১১টা থেকে সিদ্ধান্ত মতে আমরা লঞ্চ বন্ধ করে দিয়েছি।'

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস