হোম > সারা দেশ > ঢাকা

আগামী জাতীয় নির্বাচন হবে নাসিক নির্বাচনের মতো: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০২৩ সালে অনুষ্ঠিত আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মতো এবং এ নির্বাচনের মতো সেই নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে একটি নতুন সংবাদপত্রের নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পত্রিকাটির সম্পাদক খালেদ ফারুকীর সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ বক্তা ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘নাসিক নির্বাচন প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও ভিন্ন কৌশলে তাঁরা সব নির্বাচনেই ছিল। তাঁরা বুঝতে পেরেছে তাঁদের জনপ্রিয়তা কোথায় আছে। গতকালের নির্বাচন যেভাবে হয়েছে আগামী নির্বাচন ও সেভাবেই হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে প্রচুর পত্রিকা আছে। দেশে এত পত্রিকার দরকার নাই তবে ভালো পত্রিকার দরকার আছে। যেসব পত্রিকা ব্রিফকেস নির্ভর, বিজ্ঞাপন আর ক্রোড়পত্র পেলে ছাপে এমন ভুতুড়ে পত্রিকার কোন দরকার নাই। তাঁদের কারণে সাংবাদিকদের বদনাম হচ্ছে। আমরা এ ধরনের ৪০০ পত্রিকা বন্ধ করার তালিকা করছি। এসব পত্রিকার যিনি প্রকাশক তিনিই সম্পাদক আবার তিনিই বিল কালেক্টর।’

সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে গাড়িতে প্রেস লিখে ভেতরে ইয়াবা পাচার করে। প্রেস কাউন্সিলকে অনুরোধ করেছি যিনি সাংবাদিক হবেন তার একটা ন্যূনতম মান যেন নির্ধারণ করা হয়। ভুতুড়ে পত্রিকা বন্ধ হলে এবং সাংবাদিকদের মানদণ্ড নির্ধারণ হলে এসব উপদ্রব বন্ধ হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭