হোম > সারা দেশ > ঢাকা

বিআইডব্লিউটিএর বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নদী রক্ষার নামে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন রেকর্ড সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে। জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে হাজী মো. আব্দুল ওয়াছেক এই অভিযোগ করেন। রেকর্ডিয় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মালিকদের পক্ষে তিনি এই অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে আব্দুল ওয়াছেক বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের মৌসাইদ, উজামপুর, নির্নিচক ও উত্তরখান মৌজার অধিবাসী। বিআইডব্লিউটিএ তুরাগ নদীর তীর দিয়ে সীমানা পিলার ও ওয়াকওয়ে (হাঁটাপথ) নির্মাণের কাজ করেছে। প্রকৃতপক্ষে ওয়াকওয়ে নদীর তীর দিয়ে নির্মাণের কথা। কিন্তু বিআইডব্লিউটিএ উল্লেখিত মৌজার বাসিন্দাদের ভোগ দখলিয় সম্পত্তির ভেতর দিয়ে নির্মাণ করছে। এটি নদী রক্ষা কমিশন আইন-২০১৩ এবং সংবিধান লঙ্ঘন।

আব্দুল ওয়াছেক আরও বলেন, খতিয়ানভুক্ত ও খাজনা পরিশোধিত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর কোনো নোটিশ ছাড়া এবং অধিগ্রহণ ছাড়া অন্যায়ভাবে সরকারি কাজের অজুহাত দিয়ে এমন করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রভাব খাঁটিয়ে এলাকার জমির মালিকদের হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে সরকারের এই প্রতিষ্ঠানটি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ওয়াছেক বলেন, ‘আমরা জানি প্রধানমন্ত্রী কখনো এই ধরনের অবৈধ কাজকে সমর্থন করেন না। বরং তিনি গরিব দুঃখী, নিরীহ ও অসহায় মানুষের পাশে থেকে অধিকার ফিরিয়ে দেন। তাই প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, ঠিকাদারদের স্বার্থ রক্ষা না করে রেকর্ডিয় সম্পত্তির মালিকদের স্বার্থ রক্ষা করেন। প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করেন।’ 

সংবাদ সম্মেলনে রেকর্ডিয় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মালিকেরা উপস্থিত ছিলেন। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’