হোম > সারা দেশ > ঢাকা

উপসচিব থেকে কোটা পদ্ধতি বাতিলের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকায় পূর্ত ভবন মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কার: প্রেক্ষিত সিভিল সার্ভিস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সংগৃহীত

উপসচিব থেকে শুরু করে ওপরের পদগুলোয় বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

আজ শনিবার ঢাকায় পূর্ত ভবন মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কার: প্রেক্ষিত সিভিল সার্ভিস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এই দাবি জানান।

বৈঠকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বৈষম্যহীন সিভিল সার্ভিস গঠনে উপসচিব ও তার ওপরের পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করে ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’ এর বাস্তবায়নের দাবি জানায়।

এ ছাড়া প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের বিদ্যমান বৈষম্য দূর করে সব ক্যাডারের মধ্যে সমতা আনা, পদোন্নতিতে সমান সুযোগ তৈরি করা এবং বিভিন্ন ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রববানি, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক সভাপতি মো. আব্দুস সামাদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক প্রকৌশলী মির্জা নাজমুল হুদা প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১