হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ট্রাক্টর উল্টে চালক ও সহযোগী নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টর উল্টে দুজন নিহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত দুজনের একজন ট্রাক্টরচালক, অপরজন তাঁর সহযোগী। আজ শুক্রবার সকালে স্থানীয়রা তাঁদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গতকাল শুক্রবার রাতে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছগ্রামের পাশে জমি চাষ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন তাঁরা।

নিহতের একজন এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১), অপরজন ফরিদপুর জেলার শালেপুর চরভদ্রাসন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশরাফুল (২০)।

স্থানীয়রা বলছেন, আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছগ্রাম প্রকল্পের মাথায়, সোয়াখা খালে ট্রাক্টরচালক ও সহযোগী চাপা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় ঘুমের ঘোরে চালাতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়েন তাঁরা। সকালে তাঁদের ট্রাক্টরের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়। 

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ইউনিয়নে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আমি রাস্তায় আছি, স্পটে যাচ্ছি।’ 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকার সোয়াখা খালে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তদন্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামকে চরাঞ্চলের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা