হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে শেয়ালের আক্রমণে আহত ৮ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে শেয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার বানিয়ারছিট ও মাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শেয়ালের আক্রমণে আহত ব্যক্তিরা হলেন—প্রকৌশলী আল-আমিন (২৮), তাঁর মা রোকেয়া বেগম (৫০), শরীফ মিয়া (৩০), জুলহাস মিয়া (৩২), আসলাম (১৯), শাহিন (২০) ও আনিসকে (৪০) ও আবদুল আলীম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শেয়াল হঠাৎ আক্রমণ করে উপজেলার মাচিয়া গ্রামের প্রকৌশলী আল-আমিন, তাঁর মা রোকেয়া বেগমসহ শরীফ, জুলহাস, আসলাম, শাহিন ও আনিসকে আহত করে। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে রাত ৩টার দিকে বানিয়ারছিট বাজারের নৈশপ্রহরী আবদুল আলীমকে একটি শেয়াল কামড় দেয়। পরে স্থানীয়রা শেয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলে। স্থানীয়দের ধারণা শেয়ালটি পাগলাটে হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মনিরুল ইসলাম বলেন, আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির