হোম > সারা দেশ > ঢাকা

খেলার মাঠ দখলের কারণ সরকারের ভুল নীতি: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের ভুল নীতির কারণে খেলার মাঠ পুলিশ দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাফরুল্লাহ চৌধুরী। উদ্বোধনের পর ফুটপাতে থাকা দোকানদার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের ৫ শতাংশ দিয়েছেন। এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণকে সেবা দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব না। আমাদের দেশে কোটি-খানেক ব্যবসায়ী আছেন। তাঁরা একটু দান করলে ১০ হাজার নয় ১ লাখ মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নিন।’ 

 ৫০ কোটি টাকা পেলে উন্নতমানের ক্যানসার সেন্টার করা সম্ভব উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে কতগুলো রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যানসার রোগও বেড়ে গেছে। ক্যানসার হাসপাতাল করতে সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।’ 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনি ডায়ালাইসিস করে। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আমরা ডায়ালাইসিস দিই। অথচ এটার জন্য ভারতীয় একটা কোম্পানিকে ২৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। আমাদের ১ হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুকে সেবা দিতে পারতাম।’ 

জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক শওকত আরমান, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, অটোরিকশা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক প্রমুখ।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি