হোম > সারা দেশ > ঢাকা

প্রধান উপদেষ্টার দপ্তরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জাদুঘরের সামনে এখনো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সন্ধ্যায় তোলা। ছবি: আজকের পত্রিকা

বিডিআর কল্যাণ পরিষদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছে। সংগঠনটির সভাপতি ফয়জুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটির প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

স্মারকলিপি প্রদান শেষে সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমের সামনে কথা বলেন এক বিডিআর সদস্যের সন্তান মারুফ সরকার। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিনামা প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে জমা দিয়েছি। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। দু-এক দিনের মধ্যেই আমাদের একটা ফল জানানো হবে বলে জানানো হয়েছে।’

মারুফ সরকার আরও বলেন, ‘আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিডিআর কল্যাণ পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

এর আগে গতকাল রাত থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গতকাল তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ সকাল ১০টার মধ্যে প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা না হলে তাঁরা যমুনা ঘেরাও করবেন।

পরে শাহবাগ থানা-পুলিশের মাধ্যমে তাঁদের সঙ্গে মধ্যস্থতা করে বলা হয়, বিডিআর সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেন এবং জাদুঘরের সামনেই অবস্থান নেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন