হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত, অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। তবে ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোনো মার্কেটে মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। দোকান মালিক সমিতি আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে।

কোনো জেলার গণপরিবহন শুধু ওই জেলার মধ্যে চলতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন ঢাকার বাস শুধু ঢাকার মধ্যে চলাচল করবে। গণপরিবহনের মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে। সেই নির্দেশও দেওয়া আছে।

সরকারি ছুটির বিষয়ে সচিব আনোয়ারুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো ছুটি দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিনের মধ্যে দুই দিনই পড়েছে শুক্র-শনিবার। শিল্প কারখানাগুলো এই সময়ে বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস এখন যেভাবে চলছে সেভাবেই চলবে।

আরও পড়ুন:

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু