হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত, অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। তবে ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোনো মার্কেটে মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। দোকান মালিক সমিতি আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে।

কোনো জেলার গণপরিবহন শুধু ওই জেলার মধ্যে চলতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন ঢাকার বাস শুধু ঢাকার মধ্যে চলাচল করবে। গণপরিবহনের মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে। সেই নির্দেশও দেওয়া আছে।

সরকারি ছুটির বিষয়ে সচিব আনোয়ারুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো ছুটি দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিনের মধ্যে দুই দিনই পড়েছে শুক্র-শনিবার। শিল্প কারখানাগুলো এই সময়ে বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস এখন যেভাবে চলছে সেভাবেই চলবে।

আরও পড়ুন:

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট