নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির নবম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ২টা ৫৭ মিনিটে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসে এ আগুন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল টিফেন্সের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, খবর পাওয়ার পর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রোটেকশনে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণ করেছে।