হোম > সারা দেশ > ঢাকা

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উদ্‌যাপন

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উদ্‌যাপিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটি পোল্যান্ডের উদ্যোগে পোল্যান্ডে রাজধানী ওয়ারশর অদূরে অবস্থিত হোটেল গ্ৰোমানের কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৬টায়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশি পোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

দীর্ঘদিন ধরেই পোল্যান্ডে বাংলাদেশিদের তেমন কোন আয়োজন হয় না, এর জন্য সাম্প্রতিক করোনা মহামারি জনিত বাধ্যবাধকতা অন্যতম কারণ। সরকারি নিষেধাজ্ঞা না থাকায় সব বয়সীদের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেতে উঠেছিল ঈদের আনন্দে। এ মিলনমেলা যেন প্রবাসে এক মিনি বাংলাদেশ। ঈদ উপলক্ষে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরেন। এমনকি প্রবাসীদের বিদেশি স্বামী এবং স্ত্রীরাও বাংলাদেশি পোশাকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফজলে রাব্বী। অনুষ্ঠান শুরু হয় রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গণসংগীত দিয়ে। এরপর তানিয়া আফরিনের কোরিওগ্ৰাফিতে নৃত্য পরিবেশন করেন ইশমাম এবং তানিয়া। সংগীত পরিবেশন করেন মাহদীসহ আরও অনেকে। উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল মহিলাদের পিলো পাসিং খেলা, ছেলেদের ফুটবল পাসিং, বড়দের মোরগ লড়াই, বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার এবং ফান বক্স।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবার দিয়ে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মনিরুজ্জামান, মাহবুবুর রহমান, শরীফ আহম্মেদ এবং শেখ এরশাদুর রহমান। সবশেষে আমন্ত্রিত অতিথিদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী, অনুষ্ঠানে অর্থায়নকারী প্রতিষ্ঠান এবং আয়োজকদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখে ড. মাহবুবুর রহমান এবং শেখ এরশাদুর রহমান। 

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন শরিফ আহমেদ, সিদ্দিকুর রহমান, তানিয়া আফরিন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নাজমুল হাসান এবং শেখ এরশাদুর রহমান। অনুষ্ঠানে অর্থায়ন করেছে ২১ বাংলাদেশি প্রতিষ্ঠান। 

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা