হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলীতে ভোট যুদ্ধে বাবা-ছেলে, একই প্রতীক চেয়েছেন দুজন

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে বাবা ও ছেলে নির্বাচনে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা, কুলিয়ারচর ও নিকলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে। 

এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন। 

এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী বাবা ও ছেলে হলেন, ভাটিভরাটিয়া গ্রামের জাকির হোসেন চাঁন মিয়া (৫৮) ও মাহামুদুল হাসান রকি (২৮)। 

সাবেক ছাত্রলীগ নেতা চাঁন মিয়া সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন। তাঁর ছেলে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থক ও ঠিকাদার। বাবা ও ছেলে দিন-রাত নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। বাবা-ছেলে দুজনই এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। 

এদিকে, গত সোমবার (১ নভেম্বর) তাঁরা সিংপুর ইউনিয়নের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিবের কাছে দুজনই আনারস প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দেন। 

চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথি হয়ে থাকতে চাই। প্রতিদ্বন্দ্বী যেই হোক, আমি নির্বাচনের মাঠে শতভাগ বিজয়ের আশাবাদী। 

অন্যদিকে রকি আজকের পত্রিকাকে বলেন, মনোনয়ন জমা দিয়েছি। প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামব। প্রতিদ্বন্দ্বী কে তা আমার কাছে মুখ্য নয়। জনপ্রিয়তা বেশি যার, তাকেই জনগণ বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ