হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। ঈদযাত্রার শেষ দিনেও সড়কের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। 

যানবাহনের চাপে শুক্রবার (৮ জুলাই) রাত ৮টা থেকে শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত দফায় দফায় চার ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে গাড়ির সারি আরও দীর্ঘ হয়। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখী মানুষ। দুই ঘণ্টার রাস্তা যেতে সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। সেই সঙ্গে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। 

এদিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহন, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। তবে ২৬ কিলোমিটার আঞ্চলিক এ সড়কে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

বগুড়াগামী গোলাম ওয়াদুদ বলেন, ‘করটিয়াতে এসে প্রায় দুই ঘণ্টা আটকে আছি। কখন বাড়িতে যেতে পারব, সেটাও জানা নেই। এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা খুবই কষ্টদায়ক। 

বাসচালক মিনু বলেন, ঠাকুরগাঁও যেতে কত সময় লাগবে বলতে পারব না। ৪ ঘণ্টার পথ আসতে ১৪ ঘণ্টা লেগেছে। 

বঙ্গবন্ধু-সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি যেতে না পারায় রাত ৮টা থেকে দফায় দফায় প্রায় ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে বঙ্গবন্ধু-সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কে পুলিশ কাজ করছে। আশা করি অতি দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা