হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বনশ্রীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রিবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মারা যান নোমান (২১)। আর পাভেলকে পথচারীরা আল-রাজি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠায়। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দুজন৷ এ সময় একটি অটোরিকশা চাপা দিলে মোটরসাইকেলটি যাত্রীবাহী মিয়ামী এয়ারকন বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নামের ওই যুবক মারা যান। আর পাভেলকে পথচারীরা উদ্ধার করে আল–রাজি হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে মৃত পাভেলের মামা তৈয়বুর রহমান জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকায়। পাভেলের বাবার নাম মো. মামুন মিয়া। পাভেল আগে পড়াশোনা করলেও বর্তমানে বেকার ছিলেন। সকালে তাঁর বন্ধু নোমানের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দুপুরে মামা তৈয়বুর রহমান জানতে পারেন তাঁরা দুজন দুর্ঘটনার শিকার হয়েছেন।

এদিকে মৃত নোমানের মামা আব্দুল হামিদ জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবাসপুর গ্রামে। নোমানের বাবার নাম নুর ইসলাম। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পড়তেন। সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনা শিকার হন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু