হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বনশ্রীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রিবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মারা যান নোমান (২১)। আর পাভেলকে পথচারীরা আল-রাজি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠায়। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দুজন৷ এ সময় একটি অটোরিকশা চাপা দিলে মোটরসাইকেলটি যাত্রীবাহী মিয়ামী এয়ারকন বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নামের ওই যুবক মারা যান। আর পাভেলকে পথচারীরা উদ্ধার করে আল–রাজি হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে মৃত পাভেলের মামা তৈয়বুর রহমান জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকায়। পাভেলের বাবার নাম মো. মামুন মিয়া। পাভেল আগে পড়াশোনা করলেও বর্তমানে বেকার ছিলেন। সকালে তাঁর বন্ধু নোমানের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দুপুরে মামা তৈয়বুর রহমান জানতে পারেন তাঁরা দুজন দুর্ঘটনার শিকার হয়েছেন।

এদিকে মৃত নোমানের মামা আব্দুল হামিদ জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবাসপুর গ্রামে। নোমানের বাবার নাম নুর ইসলাম। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পড়তেন। সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনা শিকার হন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট