হোম > সারা দেশ > ঢাকা

ধামরাই পৌরসভার সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নাজিম উদ্দিনকে কারাদণ্ড দেন।’

দুদক আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ডও দেন আদালত। এ ছাড়া অসাধু উপায়ে অর্জিত সব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে নাজিম উদ্দিনকে। উক্ত টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

জ্ঞান আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এই মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালতে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দেন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে