হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ বিথী আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর স্বামী। 

গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান বিথী। এ ঘটনায় প্রতিবেশী জীবন বাড্ডা থানায় আটক আছেন। 

নিহত বিথীর বড় ভাই ইয়াছিন মিয়া জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন বিথী। কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। 

ইয়াছিন মিয়া অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি আমার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাঁর স্বামী কমল ছুরিকাঘাত করেছে। তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই। তবে স্বামী কমল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ সময় তাদের প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পাই। পরে পুলিশ জীবন থানায় ধরে নিয়ে যায়।’ 

ইয়াছিন আরও বলেন, ‘বিথী স্বামী-সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকত। তিন মাস ধরে টঙ্গি থাকে। গতকাল বিথীকে টঙ্গি থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করে। পরে নিজেই ঢাকা মেডিকেল নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসককে জানায় অ্যাক্সিডেন্ট করেছে। ভর্তি খাতায় অ্যাক্সিডেন্ট উল্লেখ করে। পরে কমল তার প্রতিবেশী জীবনকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।’ 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল কমল তাঁর স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর কমল পালিয়ে গেছে। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা