হোম > সারা দেশ > ঢাকা

আইসিটি অধিদপ্তরের কর্মীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) অধিদপ্তরের দুটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামারের চাকরি স্থায়ীকরণ প্রজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বহাল করতে আলটিমেটাম দিয়েছেন সংক্ষুব্ধরা। 

আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তাঁরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ীকৃত ১ম ব্যাচের কর্মকর্তাবৃন্দের পক্ষে আরও তিনটি দাবি পেশ করেন সহকারী প্রোগ্রামার শহীদুল ইসলাম। এগুলোর মধ্যে গ্রেড ৯ এর সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রোগ্রামার তাহনিয়াতুল ইসলাম এডিসন, সহকারী প্রোগ্রামার নুরুল আমীন, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে পদোন্নতি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হওয়ার জন্য চাকরি স্থায়ীকরণ হওয়া আবশ্যক। কিন্তু দীর্ঘ ১০ বছর পর আমাদের চাকরি স্থায়ীকরণ করার কারণে আমরা পদোন্নতিসহ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এমন বৈষম্যমূলক আচরণ ও ষড়যন্ত্রের কারণে আমরা আইসিটি অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল হয়েও প্রায় ৫ থেকে ৭ বছর পর ২০১৯ ও ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জুনিয়র হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর প্রতিকার না করলে এটি আমাদের স্থায়ী বঞ্চনায় পরিণত হবে। আর যেহেতু আমরা অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল সেহেতু আমাদের একই গ্রেডের সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। আমাদের চাকরি স্থায়ীকরণের তারিখ রাজস্ব খাতে স্থানান্তরের তারিখেই বহাল রাখতে হবে এবং আমাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ