মাদারীপুর জেলার শিবচর আজ শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। হঠাৎ জেঁকে বসা কুয়াশায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এ ছাড়া কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে।
আজ শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে। সড়কে দূরপাল্লার পরিবহন তেমন দেখা না গেলেও থ্রি হুইলারসহ ছোট যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। কুয়াশাচ্ছন্ন সড়কে জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক সড়ক দিয়ে চলাচল করছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র থেকো জানা যায়, সকাল থেকে অতিরিক্ত কুয়াশার কারণে নৌরুটে দিক নির্ণয় করা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা না কমা পর্যন্ত বন্ধ থাকবে নৌযান চলাচল।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এখনো চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয়ে পিকআপচালক মো. গিয়াস বলেন, হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করেই কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। এ কারণে মহাসড়কে গাড়ি চলাচলও কম।