হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্টনের বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পল্টনের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মনজুরি আফরোজ (৫৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে ধারণা পুলিশের। 

আজ বুধবার ভোরে পুরানা পল্টনের একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

মৃত মনজুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ওই বাসা মনজুরিদের। সেখানে মেয়ে ও বোনের সঙ্গে থাকতেন মনজুরি। তাঁর স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

ইকবাল জানান, ভোরে বাড়ির দারোয়ান তাঁকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন তাঁর স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরে যেকোনো সময় তিনি বাড়ির ৬তলার ছাদে উঠেছিলেন। সেখান থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মনজুরি। 

দীর্ঘদিন ধরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এ ছাড়া মানসিকভাবেও অসুস্থ ছিলেন। মেয়েকে নিয়ে তিনি অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত ঘটনা জানার জন্য তদন্ত চলছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি