হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্টনের বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পল্টনের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মনজুরি আফরোজ (৫৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে ধারণা পুলিশের। 

আজ বুধবার ভোরে পুরানা পল্টনের একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

মৃত মনজুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ওই বাসা মনজুরিদের। সেখানে মেয়ে ও বোনের সঙ্গে থাকতেন মনজুরি। তাঁর স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

ইকবাল জানান, ভোরে বাড়ির দারোয়ান তাঁকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন তাঁর স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরে যেকোনো সময় তিনি বাড়ির ৬তলার ছাদে উঠেছিলেন। সেখান থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মনজুরি। 

দীর্ঘদিন ধরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এ ছাড়া মানসিকভাবেও অসুস্থ ছিলেন। মেয়েকে নিয়ে তিনি অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত ঘটনা জানার জন্য তদন্ত চলছে।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু