হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মাকসুদা আক্তার মুক্তা (৩৫)। 

আজ শনিবার বেলা ২টার দিকে খিলগাঁও সি–ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

মৃত মাকসুদার খালাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত গ্রামে। বাবার নাম হারুন ব্যাপারী। বর্তমানে স্বামী কাজী এবাদুজ্জামান ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁওয়ের ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী এবাদুজ্জামানের তালতলা মার্কেটে চশমার ব্যবসা রয়েছে। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালান। দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের বাসায় গিয়ে মাকসুদার মরদেহ দেখতে পাই। তখন বাসায় পুলিশ উপস্থিত ছিল। পরিবার থেকে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছে।’ 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের নয়তালা বাসার ছয়তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল। 

এসআই আরও বলেন, ‘মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট