হোম > সারা দেশ > ঢাকা

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সম্পাদক হাবিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (একাত্তর টিভি)। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে এক অনুষ্ঠান হয়। এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ)। 

অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক। 

নবগঠিত কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি প্রতীক এজাজ (দেশ রূপান্তর) ও সুমন প্রামাণিক (দৈনিক নাগরিক সংবাদ), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ) ও শামীমা আক্তার (দীপ্ত টিভি)। 

সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি) ও সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)। 

নির্বাহী সদস্যরা হলেন ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী, আসিফ ইকবাল (মানবকণ্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আর টিভি), সাকিবুর রহমান (আর টিভি) ও মাজহারুল মিঠু (ইনডিপেনডেন্ট টিভি)।

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ