হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, নারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

তানজিলা মাহমুদা খানম (৩১)। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি হোটেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তানজিলা মাহমুদা খানম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পিছন থেকে গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নারী হলেন, রাজধানীর তুরাগের দলিপাড়া মুক্তিযোদ্ধা রোডের মোহাম্মদ হোসেন খানের মেয়ে তানজিলা।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জমজম টাওয়ারের পেছন থেকে তানজিলা মাহমুদা খানমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তরার বেইজিং সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ১২ নম্বর আসামি তানজিলা।

এসআই আবু সাঈদ বলেন, ওই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একমাত্র বাকি ছিলেন তানজিলা, তাঁকেও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেল থেকে গত বছরের ২৫ অক্টোবর ভোরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিনথিয়া কবির (২৫), সিনথিয়ার স্বামী খান মোহাম্মদ ওয়ালীদ (২৭), সিনথিয়ার ভাই রাইয়ান কবির অয়ন (২১), কাজী যুবায়ের (২২), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪) নামের নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকাও জব্দ করা হয়। পরে গত ২৮ অক্টোবর বিকেলে আব্দুল মান্নান শিহাব নামে এক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ