হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, নারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

তানজিলা মাহমুদা খানম (৩১)। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি হোটেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তানজিলা মাহমুদা খানম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পিছন থেকে গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নারী হলেন, রাজধানীর তুরাগের দলিপাড়া মুক্তিযোদ্ধা রোডের মোহাম্মদ হোসেন খানের মেয়ে তানজিলা।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জমজম টাওয়ারের পেছন থেকে তানজিলা মাহমুদা খানমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তরার বেইজিং সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ১২ নম্বর আসামি তানজিলা।

এসআই আবু সাঈদ বলেন, ওই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একমাত্র বাকি ছিলেন তানজিলা, তাঁকেও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেল থেকে গত বছরের ২৫ অক্টোবর ভোরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিনথিয়া কবির (২৫), সিনথিয়ার স্বামী খান মোহাম্মদ ওয়ালীদ (২৭), সিনথিয়ার ভাই রাইয়ান কবির অয়ন (২১), কাজী যুবায়ের (২২), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪) নামের নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকাও জব্দ করা হয়। পরে গত ২৮ অক্টোবর বিকেলে আব্দুল মান্নান শিহাব নামে এক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক