হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারের দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকের এক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আফনান সুমি এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি সমীর সরকার ভারতের ত্রিপুরারি বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলা পুরের দিদান সরকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সমীর সরকারকে (৩৫) চার কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

তদন্তকালীন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে জানান, তিনি ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট