হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারের দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকের এক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আফনান সুমি এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি সমীর সরকার ভারতের ত্রিপুরারি বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলা পুরের দিদান সরকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সমীর সরকারকে (৩৫) চার কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

তদন্তকালীন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে জানান, তিনি ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে