হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারের দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকের এক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আফনান সুমি এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি সমীর সরকার ভারতের ত্রিপুরারি বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলা পুরের দিদান সরকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সমীর সরকারকে (৩৫) চার কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

তদন্তকালীন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে জানান, তিনি ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান