হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলা, আহত ১২ 

প্রতিনিধি, ধামরাই (ঢাকা) 

ঢাকার ধামরাইয়ে প্রতীক বরাদ্দের দিনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ার বানিশ্বর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীর ছেলেসহ তাঁর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আওলাদ। 

এ ঘটনায় আহতরা হলেন, চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, তার ছোট ভাই কামরুজ্জামান বাবু, ফুপাতো ভাই সাইফুল ইসলাম, কবির হোসেন সুরুজ, মো. আলমগীর, মো. ফরিদ, গোপাল, খোকন চন্দ্র, মো. খোকন, মো. অনিক গাড়ির চালকসহ ১০ থেকে ১২ জন। 

ভুক্তভোগী ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন বলেন, ‘আজ প্রতীক বরাদ্দের দিনই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমি ও আমার ভাইসহ আত্মীয়স্বজন ওই এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলাম। এ সময় আজহার আলীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমি ও আমার ভাইসহ ১০ থেকে ১২ জন আহত হই। এর মধ্যে আমার ছোট ভাইসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।’ 

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আজহার আলী আমাকে আরও আগেই বিভিন্নভাবে হুমকির মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন। তিনি (আজহার আলী) বলেছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গায়েব করা হবে। এ দেশে কোনো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকবে না। তিনি প্রতীক বরাদ্দের আগেই হুমকি দিয়ে এসব বক্তব্য রেখেছেন। এ জন্য তাকে নোটিশও করেছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।’ 

এ ব্যাপারে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলী বলেন, ‘আমি উপজেলায় আছি ভাই, খুব ব্যস্ত। আপনি পরে ফোন দিয়েন।’ এ কথা বলে তিনি ফোন কেটে দেন। 

ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ