হোম > সারা দেশ > গাজীপুর

পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স নেই, ৩ ফিলিং স্টেশনে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স না থাকায় তিন ফিলিং স্টেশকেে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে স্টেশনগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি উম্মে হাফসা নাদিয়া। তিনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাজীপুর-ইটাখোলা সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ওই সড়কের আজমতপুর চৌরাস্তা এলাকার মেসার্স জারিফ ফুয়েল স্টেশনের মালিক আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা, মেসার্স কে এন এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ২০ হাজার ও নরুন বাজারসংলগ্ন মদিনা এন্টারপ্রাইজের মালিক মো. ওয়ালী উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ফিলিং স্টেশনের মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ