হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় দিনদুপুরে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

দেড় লাখ টাকাসহ আটক মো. ফরিদুল ইসলাম (৩৮)। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় দিনদুপুরে মোহাম্মদ দুলাল (৩৮) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি, ছিনতাইয়ের দেড় লাখ টাকাসহ মো. ফরিদুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২০ এপ্রিল) ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার-সংলগ্ন এলাকায় বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশে ডিউটিতে থাকা টহল টিম ধাওয়া করে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজিসহ (ঢাকা মেট্রো থ-১৩-৫২১২) এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, টঙ্গী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ দুলাল উত্তরা ৬ নম্বর সেক্টরের জাফরান রেস্টুরেন্টে পাওয়া টাকা নেওয়ার জন্য আসেন। পরে টাকা নিয়ে বের হয়ে বিএনএস সেন্টার-সংলগ্ন বিআরটি উড়াল সেতুর পাশে গেলে কয়েকজন ছিনতাইকারী তাঁকে মারধর করে। পরে তাঁর সঙ্গে থাকা ২ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি সিএনজিতে পালিয়ে যায়।

ডিসি মহিদুল বলেন, তখন ব্যবসায়ীর চিৎকার শুনে ওই এলাকায় থাকা উত্তরা পূর্ব থানার একটি টহল টিম ছিনতাইকারীকে ধাওয়া করে একটি সিএনজিসহ একজনকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশি করে ছিনিয়ে নেওয়া টাকার মধ্যে দেড় লাখ টাকা উদ্ধার করে।

অপরদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনজন ছিনতাইকারী টাকাগুলো ছিনিয়ে নিয়েছিল। যার মধ্যে আমরা ফরিদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছি। বাকি দুজন পালিয়ে গেছে।

মোহাম্মদ শামীম আহমেদ বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ