হোম > সারা দেশ > ঢাকা

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আজকের কার্যক্রম বন্ধ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের সদস্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন আর নেই। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

দীর্ঘদিন তিনি ক্যান্সার ও অগ্ন্যাশয়ে প্রদাহজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

বিচারপতি আমির হোসেনের মৃত্যু সংবাদে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ভার্চুয়াল বেঞ্চ থেকে এমন সিদ্ধান্ত ঘোষণা হয়। এরপর আদালত বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।

এ সময় সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের আজকের মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার নির্দেশ দেন। 

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে (বর্তমানে সহকারী জজ) বিচারিক জীবন শুরু করেন। ২০০৯ সালের ৬ মে তিনি জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ