হোম > সারা দেশ > ঢাকা

আদালতে নেওয়ার পথে শাজাহান খানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘ড. ইউনূসের এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’ এ সময় নির্বাচনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

আজ বুধবার শাজাহান খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানায় সাকিব হাসান হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল রহমানের আদালতে ওই আবেদন শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় শাজাহান খান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করেন।

হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে শাজাহান খান বলেন, ‘ইউনূস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আটক মাসে প্রমাণ করে দিয়েছে। আজ পাকিস্তানের রাজাকারদের সঙ্গে আঁতাত করে, অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে। এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’

শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে।’

নির্বাচন করবেন কি না একজন সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, ‘যখন সুযোগ পাব, করব ইনশা আল্লাহ।’ নির্বাচনের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই প্রস্তুত আমরা। ইনশা আল্লাহ নির্বাচন করব।’

জুলাই আন্দোলনে হত্যার বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘জনগণের কাছে জবাব দিতে হয় দেব, অনুশোচনা প্রকাশ করতে হয় করব। সুযোগ পেলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আর জনগণ সে সুযোগ দেবে।’

এনসিপির বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি আঁতুড়ঘরে কালাজ্বরে ধুঁকছে। জামাতিদের কোলে বসে এখন জামাতিদের শূরা পান করছে।’

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি