হোম > সারা দেশ > ঢাকা

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা দুই মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে শুনানি আবারও পিছিয়ে ৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার দুটি পৃথক আদালত এই তারিখ ধার্য করেন। 

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলার তারিখ ধার্য করেন। অন্যদিকে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের মাদক মামলার তারিখ ধার্য করেন। 

আজ দুই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুই আদালতের বিচারক পৃথকভাবে সময় মঞ্জুর করেন। 

এই দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি গত বছর ২৭ নভেম্বর ধার্য ছিল। ওই দিনও সম্রাটের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। 

২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসে। এর পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজনকে গ্রেপ্তার করা হলে সম্রাট আত্মগোপন করেন। এসবের মধ্যে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। ঢাকায় এনে তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। 

ওই দিন বেলা ২টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় তাঁর কার্যালয়ে অবৈধ পশুর চামড়া, পিস্তল এবং অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

পর দিন র‍্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন। 

এ ঘটনার পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে সব মামলায় সম্রাট জামিনে আছেন।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ