হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবলীগ নেতা শামীম

আজকের পত্রিকা ডেস্ক­

যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টার মামলায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

বিকেলে সোহাগকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনানী থানার মহাখালী রেলগেটের পাশ দিয়ে যাওয়ার সময় গুলিতে আহত হয় শিশু মিজান (১২)। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন শিশুর বাবা লিটন মিয়া।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন